Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান খানের ১৪ ও বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩১

ইমরান খান ও বুশরা বিবি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভেতরে বসানো এক অস্থায়ী আদালতে বিচারক এই রায় ঘোষণা করেন।

এই মামলার রায়কে ঘিরে আদিয়ালা কারাগারে আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

রায় ঘোষণার আগেই আদালত কক্ষ থেকে বুশরা বিবিকে গ্রেফতার করা হয়।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, আদালত এই দম্পতিকে জরিমানাও করেছে। ইমরানকে ১০ লাখ পাকিস্তানি রুপি ও বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের যথাক্রমে ছয় মাস ও তিন মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

সারাবাংলা/এসডব্লিউ

পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান বুশরা বিবি ভূমি দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর