Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেক নাটকের পর সাকিবকে ভিসা দিল ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৩

ভারতের ভিসা পেলেন ইংলিশ পেসার সাকিব

পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিয়ে গত কয়েক বছর ধরেই বেশ জটিলতা তৈরি করেছে ভারত। ইংল্যান্ডের ভারত সফরের আগে এবারও ঘটল একই ঘটনা। নানা জটিলতার পর সিরিজ শুরুর মাত্র ৫ দিন আগে ভিসা হাতে পেয়েছেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ।

২০১৯ সালেও ভিসা জটিলতায় ভারত সফরে আসা হয়নি সাকিবের। ভারত সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে জায়গা পেলেও সাকিবকে ভিসা দেয়নি ভারত। ভিসা না পেয়ে শেষ পর্যন্ত সাকিবের পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড।

এবারও ভারত সফরের জন্য স্কোয়াডে আছেন সাকিব। দলের অন্য দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার আদিল রশিদ ও রিহান আহমেদকে ভিসা দলেও তাকে কিছুতেই ভিসা দিচ্ছিল না ভারত। দলের অন্যরা ভারতে এলেও তাই ঝুলে ছিল সাকিবের ভাগ্য। শেষ পর্যন্ত ভিসা পাবেন কী পাবেন না, এই দোটানায় দলের সাথে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্পেও থাকতে পারেননি সাকিব।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সিরিজ শুরুর মাত্র ৫ দিন আগে সাকিবকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভিসা পেয়ে ২২ জানুয়ারি প্রথম টি-২০ ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন তিনি।

গত বছর পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ স্পিনার শোয়েব বশিরও ভারতের ভিসা নিয়ে বেশ জটিলতায় পড়েছিলেন। ভিসা পেতে দেরি হওয়ায় তিনি খেলতে পারেননি হায়দরাবাদের প্রথম টেস্ট।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো