Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্লের ঝড়-মিডল অর্ডারে ভর, রাজশাহীর ১৮৪

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪

১৫ বলে ৩৫ রানের ঝড়ো জুটি বিজয়-বার্লের

নিয়মানুযায়ী পারিশ্রমিকের ৫০% না পাওয়ায়  ক্রিকেটারদের অনুশীলন বয়কট, ম্যাচ না খেলার হুমকি। মালিকপক্ষের এক বক্তব্য, ক্রিকেটারও একেকজন বলছিলেন একেক রকম কথা; গত দুইদিনে দুর্বার রাজশাহী ছিল বিপিএলের ‘টক অফ দ্য টাউন’। তবে বিসিবি সভাপতির হস্তক্ষেপের পর রাজশাহীর পরিস্থিতি আপাতত শান্ত। জানা গেছে, গতকালই ক্রিকেটাররা পারিশ্রমিক পেতে শুরু করেছেন। আজ (শুক্রবার) মাঠের খেলাতে অবশ্য সেসবের প্রভাব পড়েনি রাজশাহীর। চট্টগ্রামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করেছে দলটি।

বিজ্ঞাপন

রায়ান বার্লের ঝড়ো ব্যাটিংয়ের সাথে মিডল অর্ডারে ত্রিশোর্ধ্ব তিনটি জুটিতে বেশ ভালোভাবেই ম্যাচে ফিরেছিল রাজশাহী। যদিও সিলেটের দুই স্পিনার নিহাদউজ্জামান ও নাহিদুল ইসলামের সাথে রুয়েল মিয়ার দারুন বোলিংয়ে রাজশাহীকে চেপে ধরেছিল সিলেট।

টসে জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিসের ব্যাটে দারুণ শুরু পায় রাজশাহী। নাহিদুলের বলে আউট হওয়ার আগে দুই ছক্কা মারেন এই পাকিস্তানি ব্যাটার। আরেক ওপেনার জিশানও হাত খুলে খেলেছেন শুরুর দিকে। স্পিনার নিহাদুজ্জামানকে এক ওভারে মেরেছেন দুটি ছক্কা। অবশ্য ছক্কা মারতে গিয়েই নিজের উইকেট দিয়ে এসেছেন এই ডানহাতি ব্যাটার। নাহিদুলের বলে ডিপ মিড উইকেটে তুলে মারেন তিনি, রনি তালুকদার দৌড়ে গিয়ে লাফিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচে ফেরান তাকে।

তবে রাজশাহীকে লড়াইয়ের রসদ এনে দিয়েছেন রায়ান বার্ল। অধিনায়ক আনামুল হক বিজয়ের সাথে গড়েন ১৫ বলে ৩৫ রানের ঝড়ো জুটি। বিজয় ফিরলেও একপ্রান্তে ছিলেন বার্ল। আরিফুলের ওপর দিয়ে গেছে আজ সবচেয়ে বড় ঝড়। ১৩ তম ওভারে টানা দুই বলে মারেরন একটি করে ছয় ও চার। এক ওভার পর আরিফুল আবার বোলিংয়ে এলে তাকে টানা তিন ছক্কায় স্বাগত জানান বার্ল। অবশ্য ফিফটির দ্বারপ্রান্তে থেকে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। নিহাদউজ্জামানের বলে লং অন বাউন্ডারিতে ক্যাচ দেন আরিফুলের হাতে। ২৭ বলে ৪১ করেন চারটা ছক্কা ও একটি চারের মারে।

সিলেটের দুই স্পিনার নিহাদ ও নাহিদ নেন দুটি করে উইকেট। তিন উইকেট নেন রুয়েল।

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ সিলেট স্ট্রাইকার্স

বিজ্ঞাপন

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর