Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ১২ মাওবাদীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ১৬:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:৪৬

ভারতে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী

ভারতের মধ্যাঞ্চলে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিদ্রোহীরা দাবি করছেন, তারা প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের এই সহিংসতা দমনকে জোরদার করতেই এরকম পদক্ষেপ নিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সহিংসতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছত্রিশগড়ের বিজাপুর জেলার এক জঙ্গলে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিনিয়র পুলিশ কর্মকর্তা সুন্দররাজ বলেছেন, ‘আমরা জানতে পেরেছি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছেন।’

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে ২শ’রও বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আশা করছে ২০২৬ সালের মধ্যে বিদ্রোহীদের পুরোপুরি দমন করা হবে।

উল্লেখ্য,বিদ্রোহীরা গত কয়েক বছরে সরকারি সৈন্যদের টার্গেট করে বেশকিছু প্রাণঘাতি হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৯ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।

কয়েক দশকের মাওবাদী সহিংসতায় ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

ভারত মাওবাদী হত্যা

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর