Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ নির্দেশনা না মানলে আইপিএলে নিষিদ্ধ কোহলি-রোহিত!

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

রোহিত-কোহলির সামনে বড় চ্যালেঞ্জ

সাম্প্রতিক ব্যর্থতা বেশ ভালোই নাড়া দিয়েছে তাদের। ক্রিকেট দলের ওপরে তাই নতুন করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার জানা গেল, কোহলি-রোহিতদের ১০টি কঠোর নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এই নির্দেশনার একটি ভাঙলেও আইপিএলসহ জাতীয় দলে নিষিদ্ধ হতে পারেন তারা!

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হার। টানা দুই সিরিজের ভরাডুবিতে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারত। দলের বাজে পারফরম্যান্সে তাদের শুনতে হয়েছে নানা সমালোচনা। এসব কারণেই নতুন করে সবকিছু ভাবতে হচ্ছে বোর্ডকে।

বিজ্ঞাপন

দলের অধিনায়ক রোহিত, কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার বিশেষ এক বৈঠকে বসেছিলেন কিছুদিন আগে। সেই বৈঠকে দলের জন্য এসেছে নানা নির্দেশনা। পরিবারের সাথে সময় কাটানো কমে যাওয়া, খারাপ পারফরম্যান্সে বেতন কাটা যাওয়ার মতো কঠিন নির্দেশনাও দিয়েছিল বোর্ড।

এবার শোনা যাচ্ছে, সব মিলিয়ে রোহিতের দলকে মোট ১০টি নির্দেশনা দিয়েছে বোর্ড। এখন থেকে ক্রিকেটারদের মানতে হবে সব নির্দেশনা। এইগুলো না মানলে আইপিএলসহ জাতীয় দলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের দেওয়া ১০ নির্দেশনা- ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলক অংশগ্রহণ, আলাদাভাবে পরিবারের সঙ্গে ভ্রমণে বারণ, বেশি ওজন বহন না করা, ব্যক্তিগত স্টাফে বাধ্যবাধকতা, সেন্টার অব এক্সলেন্সে ব্যাগ পাঠানো, অনুশীলনে বাধ্যতামূলক উপস্থিতি, কেন্দ্রীয় চুক্তিতে থাকাকালীন বাণিজ্যিক কার্যক্রমে বাধ্যবাধকতা, পরিবারের ভ্রমণ নীতি, বিসিসিআইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণে বাধ্যবাধকতা, সফর শেষ করে আসা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইপিএল বিরাট কোহলি ভারত রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর