আরও একবার মাঝ আকাশে স্বপ্নভঙ্গ ইলন মাস্কের
১৭ জানুয়ারি ২০২৫ ১৬:২২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪০
যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারশিপ রকেটে’র সপ্তম উৎক্ষেপণের আট মিনিট পরই তা বিস্ফোরিত হয়। এর মধ্য দিয়ে আরও একবার মাঝ আকাশে স্বপ্নভঙ্গ হলো ইলন মাস্কের। টেক্সাস থেকে মহাকাশযাত্রা করেছিল স্পেসএক্সের স্টারশিপ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে উৎক্ষেপণ করে স্পেসিএক্স। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে।
স্পেসএক্সের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তাদের রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। কিন্তু ইঞ্জিনে কিছু গোলমাল হওয়ায় মহাকাশযাত্রার সময় তা ভেঙে পড়ে।
স্পেসএক্সের পক্ষ থেকে কেট টাইস বলেছেন, ‘এখন আমরা শুধু এটা জানাতে পারি, আমাদের রকেট ধ্বংস হয়েছে। এই পরীক্ষা নিয়ে আমাদের উত্তেজনা ছিল, কিন্তু সাফল্য নিশ্চিত ছিল না।’
ইলন মাস্কের কোম্পানির কর্মকর্তারা জানিয়েছে, ‘স্টারশিপের হঠাৎ দ্রুত অবতরণ শুরু হয়। তাদের টিম এখন সব তথ্য জোগাড় করে বোঝার চেষ্টা করবে, কেন এরকম হলো। এই ধরনের পরীক্ষা থেকে শিক্ষা নিয়েই সফল হওয়া যায়।
এই স্টারশিপের ওপরের অংশ আগেরটির তুলনায় সাড়ে ছয় ফুটের মতো বেশি লম্বা ছিল। পরিকল্পনামতোই উৎক্ষেপণের চার মিনিট পর বুস্টার থেকে রকেটের উপরিভাগ আলাদা হয়েছিল। মাঝ আকাশে স্বপ্নভঙ্গ ইলন মাস্কের।
সারাবাংলা/এইচআই