Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদিবাসীদের ওপর হামলা
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিপরীতে কোনো পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসময় অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীরা বিগত সময়ে পুলিশের অমানবিক হামলার ধারাবাহিকতা ৫ই আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটেও বজায় আছে বলে প্রতিবাদ জানান।

অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ চাই। তার কারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। এছাড়া সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তারা নির্বিচারে হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মিটাচ্ছে। এসব দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কোনো পদক্ষেপ না নিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’

বিজ্ঞাপন

জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, ‘পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। অথচ তাদের কাছেই মানুষ অনিরাপদ। জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার কোনো বিচার এখনো হয়নি। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।’

নির্বাহী সদস্য তৌকির উদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আজও জনগণের কল্যাণে কাজ না করে শক্র হয়ে কাজ করছে।’

আরেক সদস্য মোয়াজ আব্দুল্লাহ বলেন, ‘আজ থেকে চার মাস আগে পুলিশ সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আজও তা চলমান। কিন্তু কোনো ফলাফল পাইনি। পুলিশের বিপক্ষে অভিযোগের শেষ নেই। দেশজুড়ে এখনো নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।’

সারাবাংলা/এআইএন/এমপি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যলায়

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর