Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বিজিবি মোতায়েন

স্পেশাল করেসপডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৭:২০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬

আগুন নিয়ন্ত্রণে এসেছে

ঢাকা: দুপুর ২টার দিকে রাজধানীর হাজারীবাগে একটি লেদার কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। উদ্ধার কাজে সহায়তা করতে মোতায়েন করা হয়েছে বিজিবি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন।

আরও পড়ুন-হাজারীবাগে ট্যানারির আগুন নেভাতে ইউনিট বেড়ে ১২

তিনি বলেন, ‘সাত তলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমানে মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, সাত তলা ভবনটির নীচে ট্যানারি গোডাউন এবং ওপরে লেদার কারখানা। ভবনটির চার তলায় আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় ওই ভবনের কর্মীদের কাজ বন্ধ ছিল। তবে কয়েকজন কর্মী সেখানে ছিলেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের পাঁচতলা থেকে কাঁচ ভেঙে নিচে পড়ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সিটি করপোরেশনের বেশ কয়েকটি গাড়ি পানি সরবরাহের কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘হাজারীবাগে আগুনের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা করতে বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।’

বিজ্ঞাপন

ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম সারাবাংলাকে বলেন, ‘আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তায় পুলিশের প্রায় ১০০ সদস্য কাজ করছে। এ ছাড়া বিজিবি ও আনসার সদস্যরাও কাজ করছেন। সাধারণ মানুষ এসে ভীড় করায় আগুন নেভাতে ব্যাঘাত ঘটছে।’

সারাবাংলা/ইউজে/এইচআই

আগুন লেদার কারখানা হাজারীবাগ

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর