Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগের আগুন পৌনে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯

আগুন নিয়ন্ত্রণে এসেছে

ঢাকা: রাজধানীর হাজারীবাগের চামড়ার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় পৌনে তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

ফিনিক্স লেদার নামে কারখানার ওই গুদামে শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ২টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ঘটনাস্থলে উপস্থিত অগ্নিকাণ্ডের বিষয়ে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিকেল ৪টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো পুরোপুরি নেভেনি। আরও কিছু সময় কাজ করতে হবে।’

আরও পড়ুন-আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বিজিবি মোতায়েন

তিনি বলেন, ‘সাত তলা ভবনের পঞ্চম তলায় ছিল গুদামটি। সেখান থেকে আগুনের সূত্রপাত হলেও তা ছয় তলাতেও ছড়িয়ে পড়ে। প্রত্যেক ফ্লোরে এতবেশি মালপত্র আছে যা আগুন লাগার পর নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমনটাও মেলেনি। আগুন পুরোপুরি নিভে গেলে ডাম্পিংয়ের কাজ করা হবে। এরপর বিস্তারিত বলা যাবে।’

এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন।’

গুদামের আগুনের ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাজ করেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

আগুন ফিনিক্স লেদার হাজারীবাগের আগুন

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর