৩১ দফা নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী প্রচারণা
১৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৯
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার একটি দফা নিয়ে ব্যতিক্রমী প্রচারনা চালালেন ছাত্রদল নেতা ডা. জহিরুল ইসলাম। তিনি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সদস্য এবং ছাত্রদল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি।
শুক্রবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা (এমবিবিএস) অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষার্থীদের মধ্যে ৩১ দফার স্বাস্থ্য সেবা নিয়ে তারেক রহমানের প্রণীত ২৬ নম্বর দফাটি নিয়ে প্রচারনা চালান ডা. জহিরুল।
ওই দফায় রয়েছে, ‘‘স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের (NHS) আদলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করিয়া সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে।’’
এই দফাসহ একটি জিপার ব্যাগ ও একটি কলম উপহার হিসেবে দেওয়া হয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের। এ সময় উৎসুক শিক্ষার্থীরা ছাত্রদলের এ কর্মসূচিকে কেন্দ্র করে ভীড় করেন।
৩১ দফা নিয়ে ডা. জহিরুলের এমন ব্যতিক্রমী প্রচারনা সবার দৃষ্টি কেড়েছে।
সারাবাংলা/জিএস/এমপি