Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শক্তিশালী ঐক্য না থাকায় ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ২১:২৮

‘যুব-কনভেনশন’-এ আমন্ত্রিত অতিথি জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ছবি: সারাবাংলা।

ঢাকা: গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকায় ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘যুব-কনভেনশন’-এ আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর যুব সংগঠন ‘ইসলামী যুব-আন্দোলন বাংলাদেশ’ এ যুব-কনভেনশন আয়োজন করে।

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, ‘গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকার কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। বিশেষ করে সিভিল সোসাইটি, পেশাজীবি এবং বুদ্ধিজীবী মহল গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ না হওয়ায় আওয়ামী লীগ তিনটি ভুয়া-অবৈধ-ডামি নির্বাচন করতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে, এখানে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সরকার ৩১ দফার রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূনর্গঠন করবে এবং সেই পূনর্গঠনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এছহাক মুহাম্মাদ আবদুল খায়ের প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব-কনভেনশন যুবদলের সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর