Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

কৃষক সমাবেশ। ছবি: সারাবাংলা।

যশোর: যশোরের অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শ্রীধরপুর ইউনিয়ন কলেজ প্রাঙ্গণে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

শ্রীধরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করে।

সমাবেশে উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

সমাবেশে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন, অ্যাডভোকেট শিহাবুর রহমান। এসময় সমাবেশে যোগদানকারী কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন।

সারাবাংলা/এসআর

অভয়নগর কৃষক সমাবেশ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর