দুই বিভাগে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি পর্যন্ত, ঢাকাতে স্বাভাবিক
১৮ জানুয়ারি ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৮
ঢাকা: শীত ঋতুর মাঝামাঝি সময় এখন। কিন্তু সকাল আর সন্ধ্যা ছাড়া রাজধানী ঢাকায় শীতের আবহাওয়া বোঝার উপায় নেই। তবে দেশের অন্যান্য জেলাগুলোর আবহাওয়া ভিন্ন। কুয়াশার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কম থাকার কারণে কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হচ্ছে।
শনিবার (১৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের দুই বিভাগে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
রোববারের (১৯ জানুয়ারি) পূর্বাভাস বলছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দিনও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সোমবার (২০ জানুয়ার) সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এ তিন দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, সপ্তাহের শুরু থেকে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না।
সারাবাংলা/জেআর/এমপি