শহিদ জিয়ার দর্শনই জুলাই গণঅভ্যুত্থানে সবাইকে ঐক্যবদ্ধ করেছে
১৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৬
ঢাকা: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনই জুলাই অভ্যুত্থানে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেমের চেতনায় জাগিয়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার (১৮ই জানুয়ারি) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
সাদা দলের আহ্ববায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চব্বিশের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন সংযোজন। একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে একটি জাতির সম্মিলিত স্লোগান। যার মধ্য দিয়ে ফিরে আসে হারানো স্বাধীনতা। পুনরুজ্জীবন লাভ করে গণতন্ত্র। মুখ দিয়ে প্রকাশিত হতে থাকে দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের বুকের ভেতর পুষে রাখা লাঞ্ছনা-বঞ্চনার শ্লোক। সান্ত্বনা খুঁজে পায় যন্ত্রণাকাতর জনগণ।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এর মধ্য দিয়ে বিপথে যাওয়া বাংলাদেশের তার নিজ কক্ষপথে ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। যেই পথ দেখিয়ে গেছেন মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র চার বছরের শাসনামলে তিনি যে বাংলাদেশের বুনিয়াদ গড়ে দিয়েছিলেন সেটিই ছিল আধুনিক বাংলাদেশের আসল পথ। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে বাংলাদেশ আবার তার কাঙ্ক্ষিত গন্তব্যে পা বাড়াবে সেটি এখন কেবল সময়ের ব্যাপার।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ যখন তার এই পরিবর্তিত রূপে আবির্ভুত হয়েছে তখন অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সামনে এসেছে রণাঙ্গণের বীর যোদ্ধা ভিশনারি লিডার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি। কেননা জুলাই গণঅভ্যুত্থান যেভাবে এদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে একটি ছাতার নিচে এনেছিল, যে নির্মোহ দেশপ্রেমের চেতনায় জাগিয়ে তুলেছিল এদেশের আবাল-বৃদ্ধ-বণিতাকে সেটি ছিল শহিদ জিয়ারই দর্শন।’
সাদা দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, “পঁচাত্তরের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর তিনি এমন বাংলাদেশই গড়তে চেয়েছিলেন। রাষ্ট্র পুনর্গঠনে তিনি কোনো দল-মত কিংবা ধর্ম-বর্ণকে আলাদা করে না দেখে দেশপ্রেম ও দায়িত্বশীলতাকে প্রাধান্য দিয়েছিলেন। ‘এক দেশ-এক জাতি’ ধারণা থেকে তিনি প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। যেই তত্ত্বের মূল প্রতিপাদ্য ছিল ধর্ম-গোত্র-বর্ণ কিংবা শ্রেণির ভেদাভেদ নয়, পাহাড় থেকে সমতল আর কৃষক থেকে কুলীণ সবার পরিচয় হবে একটাই সেটি হলো আমরা সবাই বাংলাদেশি।”
সারাবাংলা/এআইএন/পিটিএম