Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে ১৯ উইকেট, পাকিস্তানে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ২০:১১

মুলতানে একদিনে পড়েছে রেকর্ড ১৯ উইকেট

ম্যাচের প্রথম দিনে উইকেট পড়েছিল মাত্র ৪টি। মুলতান টেস্টের দ্বিতীয় দিনে উইকেট পড়ল মোট ১৯টি! পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঐতিহাসিক এক মুহূর্ত দেখল মুলতানের দর্শকরা। পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেটে একদিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার নতুন রেকর্ড হলো আজ।

১৪৪ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান দলকে বড় স্কোরের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৮৭ রানের মাথায় ভাঙে এই জুটি। ১৪১ রানের এই জুটি ভাঙ্গার পরেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ২৩০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ খান, নোমান আলী ও আবরার আহমেদের ঘূর্ণিজাদুতে ৬৬ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্কোর ১০০ পেরিয়েছে ওয়ারিকান ও সেলসের সুবাদে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৩৭ রানে। ৩৯ রানে ৫ উইকেট নিয়েছেন নোমান, সাজিদ নিয়েছেন ৪ উইকেট।

৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনশেষে ৩ উইকেটে ১০৯ রান করে ২০২ রানে এগিয়ে আছে পাকিস্তান। সব মিলিয়ে মুলতান টেস্টের দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ১৯টি। পাকিস্তানের মাটিতে টেস্টে একদিনে এটাই সর্বোচ্চ উইকেট। ২০০৩ সালে এই ভেন্যুতেই পাকিস্তান-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল ১৮ উইকেট। ১৯৯৮ সালে করাচিতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনে পড়েছিল ১৬ উইকেট।

আজ ১৯ উইকেটের ১৭টিই নিয়েছেন স্পিনাররা। বাকি দুই উইকেট এসেছে রান আউট থেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

একদিনে ১৯ উইকেট পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ মুলতান টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর