Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ০০:৩১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১১:৫৭

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। ছবি: সারাবাংলা

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলার প্রতিবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১ টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে শুরু করে হল পাড়া হয়ে ফের ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মিছিলে শিক্ষার্থীদের ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে, ‘দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিএসএফর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সীমান্তে হামলা হলে, জবাব দিবে বাংলাদেশ’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ঢাবি শিক্ষার্থী এম এ সাঈদ বলেন, ‘বাংলাদেশ ভারতীয় আগ্রাসন চায় না। দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ঢাকা, ঢাকা স্লোগান দিয়ে ভারতকে জানাতে হবে, তাদের আগ্রাসন আর মেনে নেওয়া হবে না।’ তিনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের দিকে ফের আঙুল তোলে তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কৃষক সমাজ অস্ত্র ধরেছিল। ঠিক তেমনিভাবে চাঁপাইনবাবগঞ্জেও একই ঘটনা ঘটেছে।’ তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে ভারতের থাবা পড়তে দেব না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে সেখানে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। আগে বিজিবি সাহসিকতার পরিচয় দিয়ে সীমান্ত রক্ষা করেছে; এখন বাংলাদেশের মানুষ সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ‘দিল্লির প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। ভারত বিএসএফ’র মাধ্যমে যদি হামলা চালায় বিজিবিসহ পুরো বাংলাদেশের মানুষ জবাব দিতে প্রস্তুত।’

তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘দিল্লি যখন পানির ন্যায্য হিস্যা দেয় না তখন বোঝা যায় দিল্লি বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারত বাংলাদেশের মানুষের বন্ধু হলে পতিত স্বৈরাচারকে জায়গা দেওয়ার দুঃসাহস দেখাতো না।’

শেখ হাসিনাকে ফেরত ও অসম চুক্তি বাতিলের দাবির মাধ্যমে বক্তব্য শেষ করেন হাসিবুল ইসলাম।

সারাবাংলা/এআইএন/পিটিএম
বিজ্ঞাপন

ফোন ধরুন এলফের মতো!
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪

আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ?
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩

আরো