Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিপলস মার্চ
দায়িত্ব নেওয়ার আগের দিন ট্রাম্পের বিরুদ্ধে হাজারও মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫ ০৯:০১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:৫৭

ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: বিবিসি

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে হাজারও মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) ‘পিপলস মার্চ’ নামের এ বিক্ষোভ করে দেশটির মানুষেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা এই প্রতিবাদের নাম দিয়েছেন ‘পিপলস মার্চ’।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে নারী অধিকার ও জাতিগত ন্যায়বিচারসহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা রয়েছেন। তারা বলছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখনও তাঁর অভিষেকের আগে এমন বিক্ষোভ হয়েছিল। তখন অনেকেই গোলাপি টুপি পরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এবারও অনেক বিক্ষোভকারীর মাথায় গোলাপি টুপি দেখা গেছে। এ প্রতিবাদটির নাম ছিল ‘উইমেন মার্চ’। তবে তখনকার তুলনায় এবারে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল।

আগামীকাল সোমবার ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তীব্র শীতের পূর্বাভাসের কারণে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। উন্মুক্ত স্থানের পরিবর্তে অভিষেক অনুষ্ঠান ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরেই অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর