বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারাল ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু!
১৯ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৩:২৩
বয়স তার মাত্র ৯। এই বয়সেই অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালেন বাংলাদেশি দাবাড়ু রায়ান রাশিদ মুগ্ধ। অনলাইন দাবার এক ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে হইচই ফেলে দিয়েছেন এই শিশু দাবাড়ু।
মুগ্ধ এই ম্যাচটি খেলেছে চেস ডট কমে। সেখানে অবশ্য নিজের প্রোফাইলে খেলার বয়সই হয়নি তার! ছোট্ট মুগ্ধ এই খেলায় অংশ নিয়েছিল কোচ নাঈম হকের প্রোফাইল থেকে। আর সেই ম্যাচেই অঘটন ঘটিয়েছেন তিনি।
চেস ডট কমের এই ম্যাচে মুগ্ধ প্রতিপক্ষ ছিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন। মুগ্ধ কার্লসেনের সাথে খেলেছেন বুলেট গেম। এখানে নিয়ম হচ্ছে, এক মিনিটের মাঝেই শেষ করতে হবে ম্যাচ। ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ডমাস্টারসহ খেতাব পাওয়া দাবাড়ুরা নিয়মিতই এই টুর্নামেন্টে অংশ নেন। এখানে কে কার মুখোমুখি হবেন, সেটা আগে জানা থাকে না। সফটওয়্যারের মাধ্যমেই নির্ধারণ করা হয় প্রতিপক্ষ।
মুগ্ধ প্রতিপক্ষ আজ ছিলেন কার্লসেন। সেই ম্যাচে কার্লসেনকে হারিয়ে দিয়েছেন তিনি। মুগ্ধর এই কীর্তিতে গর্বিত তার কোচ নাঈম ও বাবা মাহবুবুর রশিদ।
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ বাংলাদেশে অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন। এছাড়াও ব্যাংককে এশিয়ান স্কুল দাবায়ও অংশ নিয়েছিলেন গত ডিসেম্বরে।
সারাবাংলা/এফএম