দাবি আদায় না হওয়া পর্যন্ত নন-এমপিও শিক্ষকদের আন্দোলন চলবে
১৮ জুন ২০১৮ ১৪:৩০ | আপডেট: ১৮ জুন ২০১৮ ১৪:৩৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষকরা। সোমবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তার বিপরীত পাশে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।
সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামার ঘোষণা দেয় সংগঠনটি। গত ১০ জুন থেকে ফের আন্দোলন শুরু করে শিক্ষকেরা।
সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘চলতি মাসের ১২ তারিখ নন এমপিও নীতিমালা আরও কঠিন করা হয়েছে। এর আগে ১৪টি ধাপ পূরণ করে একাডেমিক স্বীকৃতি পেয়েছি। এখন আবার নতুন করে এমপিওভুক্তির শর্ত দিয়েছে। যা আমরা মেনে নেব না।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে এ শিক্ষক নেতা বলেন, ‘সারাদেশে ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিওভুক্ত আছে। অথচ এ প্রতিষ্ঠানগুলো এখন থেকে প্রায় ২০ বছর আগে স্বীকৃতি পেয়েছে কিন্তু এখনো এ সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি। এমপিওভুক্তির দাবিতে এর আগেও ২৭ বার আন্দোলন করেছি। প্রতিবারই বিভিন্ন আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছি। কিন্তু প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি যে বাজেট হয়েছে সেখানেও আমরা আশায় ছিলাম। কিন্তু বাজেটে এ রকম কোনো বিষয় না পাওয়ায় আমরা হতাশ হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজ ঈদের সময় যখন পরিবার-পরিজন নিয়ে আনন্দে সময় কাটাচ্ছে তখন আমাদের রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে দাবি আদায়ের জন্য সময় কাটাতে হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি। তিনি যেন আমাদের দাবি মেনে নিয়ে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।’
প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পরদিন থেকেই এমপিওভুক্তির দাবিতে গত ৯ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন-কর্মসূচি পালন করছেন শিক্ষকরা-কর্মচারীরা।
সারাবাংলা/এজেডকে/এমও