যুদ্ধবিরতি শুরুর সময়সীমা পেছাল ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৫ ১২:৪৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:২৩
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি শুরুর সময়সীমা পিছিয়েছেন। হামাস জিম্মিদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী আইডিএফ-কে নির্দেশ দিয়েছেন যে সকাল ৮:৩০-এ (গ্রিনিচ মান সময় ০৬:৩০) কার্যকর হওয়ার কথা থাকা যুদ্ধবিরতি তখনই শুরু হবে, যখন হামাস প্রতিশ্রুত জিম্মিদের তালিকা সরবরাহ করবে।’
অপরদিকে হামাস জানিয়েছে, কারিগরি ময়দানি কারণে তালিকা হস্তান্তরে বিলম্ব হচ্ছে। তবে তারা গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
নেতানিয়াহু শনিবার (১৮ জানুয়ারি) এক বক্তব্যে বলেন, ইসরায়েল প্রয়োজনে গাজায় যুদ্ধ আবার শুরু করতে পারবে এবং যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে তাদের সমর্থন দেবে।
যুদ্ধবিরতির প্রথম ধাপে ৪২ দিনের মধ্যে ৩৩ জন জিম্মিকে গাজা থেকে ফেরত আনা হবে এবং শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের সেনারা গাজার ভেতরে একটি সুরক্ষিত স্থানে ফিরে যাবে এবং বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পাবে।
এই যুদ্ধবিরতি চুক্তি শুধু দীর্ঘ সময়ের জন্য নয়, এটি যুদ্ধ বন্ধের সম্ভাবনাও তৈরি করতে পারে। প্রথম ধাপের পর, দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তবে বড় প্রশ্ন হচ্ছে, ছয় সপ্তাহের প্রথম ধাপ শেষে যুদ্ধ আবার শুরু হবে কিনা এবং গাজায় থাকা বাকি প্রায় ১০০ জন জিম্মি কীভাবে মুক্তি পাবে।
সারাবাংলা/এনজে