Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

ঢাকা: পাঁচ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি খতিয়ে দেখতে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে স্টিয়ারিং কমিটির সভা। পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

প্রকল্প গুলো হচ্ছে- কালিগঙ্গা নদীর ভাঙন হতে ঢাকা জেলার নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, ঘিওর, মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ প্রকল্প; পদ্মা বহুমুখি সেতুর ভাটিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প; নেত্রকোনা জেলার সদর ও বারহাট্টা উপজেলায় বাঘরুয়া ও কর্ণপুর গ্রাম কংস নদীর ভাঙন হতে রক্ষা প্রকল্প; টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন লৌহজং নদীর ভাঙন হতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের আওতাধীন কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসহ ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ রক্ষা প্রকল্প এবং ময়মনসিংহ জেলার ‍মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুনঃখনন ও নদীতীর সংরক্ষণ প্রকল্প।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আরএস

পাঁচ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পানি সম্পদ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর