চেক প্রতারণা মামলা
সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের এমডি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১৯ জানুয়ারি ২০২৫ ১৩:২৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:২১
ঢাকা: চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এ আদেশ দেন।
মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। সেদিন সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। এ বিষয়ে শুনানির জন্য আজকের (১৯ জানুয়ারি) দিন ধার্য করা হয়।
তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। কিন্তু সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি।
পরে বাদীপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন সাকিব আল হাসান। সাত বছর আগে (২০১৭ সাল) আইএফসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অ্যাগ্রো ফার্ম লিমিটেড চলতি বছরের ৪ সেপ্টেম্বর চার কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় ব্যাংকে।
তবে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়। পরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফসি ব্যাংক।
এরপরও টাকা পরিশোধ না করায় গত ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওই মামলায় আজ শুনানি শেষে আদালত সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সারাবাংলা/কেআইএফ/এমপি
অ্যাগ্রো ফার্ম লিমিটেড গাজী শাহাগীর হোসাইন গ্রেফতারি পরোয়ানা সাকিব আল হাসান