Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯

প্রতীকী ছবি।

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক বাছেদ মিয়া (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিনজন যাত্রী।

রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাছেদ মিয়া অটোরিকশা চালক। তিনি নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকারটেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অটোরিকশায় করে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালে ফিরছিলেন বাছেদ মিয়া। ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে চালকসহ চারজন আহত হয়। গুরুতর আহত চালক বাছেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর