Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর আ.লীগ নেতা শিশির কারাাগারে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫০

আ.লীগ নেতা শিশির। ছবি: সারাবাংলা।

নরসিংদী: আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানো নিদের্শ দেন। এর আগে শুক্রবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে ভাটারা থানা পুলিশ গ্রেফতার করে।

নরসিংদী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান জানান, শনিবার রাতে নরসিংদী ডিবি পুলিশের নিকট হস্তান্তর করলে তাকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো