Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করায় মিনা বাজারকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬

ঢাকা: সিগারেটের প্যাকেটে লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করায় ‘মিনা বাজার’কে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একজন ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৯ জানুয়ারি) সকালে অধিদফতরের উপপরিচালক রীনা বেগম শুনানি শেষে এ জারিমানা করেন।

শুনানিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রীনা বেগম উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং নথি-পত্র যাচাই করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি জরিমানার এ আদেশ দেন। শুনানিতে অভিযোগকারী এবং মিনা বাজারের একজন প্রতিনিধি ও তাদের পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি ভোক্তা অধিকার অধিদফতর ‘স্বপ্ন’র একটি আউটলেটে অভিযান পরিচালনা করে। অভিযানে বিএটির উৎপাদিত সিগারেট প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা স্বাভাবিক মূল্যের চেয়ে অনেকটা বেশি দামে বিক্রি হতে দেখে। স্বপ্ন’র কর্তৃপক্ষ এ অভিযোগ স্বীকার করার পর তাদেরকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিদফতর এক শুনানিতে উপর্যুক্ত জরিমানা স্বপ্ন ও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোকে ২৫ হাজার টাকা করে পরিশোধের আদেশ দেয়। অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদফতরের উপপরিচালক মো. আবাদুস সালাম (মেট্রো-৪) স্বপ্ন সুপার শপকে দশ ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশে সব ধরনের পণ্য সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) বিক্রি হলেও তামাকজাত দ্রব্য বিশেষত সিগারেট এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি করছে বলে বহু বছর ধরে তামাক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যা ভোক্তা অধিকার সংক্ষেণ আইন, ২০০৯ এর পরিপন্থি।

সারাবাংলা/জেআর/এনজে