Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসলামী আন্দোলন’-এ যোগ দিলেন শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. ইয়াকুব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৮:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫১

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনীতিতে যোগ দিয়েছেন সাবেক সচিব প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসাইন

ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসাইন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র রাজনীতিতে যোগ দিয়েছেন।

সম্প্রতি পুরানাপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সঙ্গে সাক্ষাৎ করে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দেন।

রোববার (১৯ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির গণমাধ্যমকে তথ্যটি জানান।

বর্ণাঢ্য কর্মজীবনে প্রফেসর ড. একেএম ইয়াকুব হোসাইন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাদরাসা-ই আলীয়া ঢাকা’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলনের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া দলের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানান সৈয়দ রেজাউল করীম।

সারাবাংলা/এজেড/এনজে

ইসলামী আন্দোলন যোগদান সাবেক সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর