নরসিংদীতে দুই কোটি টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
১৯ জানুয়ারি ২০২৫ ২০:১৭
নরসিংদী: নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাঞ্চন পাল (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার(১৯ জানুয়ারী ) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন। এর আগে শনিবার বিকেলে শিবপুর সিঅ্যান্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চন পাল আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানে থেকে প্রায় দুই কোটি আটাশ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
র্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন আটক কাঞ্চন পাল। শিবপুর মডেল থানায় মামলার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।