খিলগাঁওয়ে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১১:১৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১১:১৭
২০ জানুয়ারি ২০২৫ ১১:১৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১১:১৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত হতদরিদ্র, ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত হতদরিদ্র, ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁওয়ের তাঁরাবাগ বস্তি এলাকায় এসব কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
এ সময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বাবুসহ মহানগর, খিলগাঁও থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/ইআ