Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৩:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

মোস্তফা জালাল মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি সাবেক এই এমপি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হবে।

মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।

১৯৯১ সালে তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে ও ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন। ১৯৯৩ সালে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠা করেন।

সারাবাংলা/ইউজে/ইআ

গ্রেফতার ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর