Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের ইউনিফর্ম

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৪:২৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৪:৫২

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

ঢাকা: পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের ইউনিফর্ম। ক্ষমতার পালাবদলের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের জন্য আয়রন (১৮-১৩০৬) রঙের পোশাক, র‍্যাবের জন্য গ্রিন অলিভ (১৭-০৫৩৫)  এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট (১৩-১০১৬) রংঙের পোশাক নির্বাচন করা হয়েছে৷

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিংয়ে জানান, ‘আমরা পুলিশ, র‍্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যেসব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে৷’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পোশাক পরিবর্তনে বড় ধরণের অর্থ সংকুলানে বড় ধরণের সমস্যা হবে না।’

সারাবাংলা/এসডব্লিউ

আনসার পুলিশ পোশাক র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর