Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নাগরিক কমিটির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৪:৫৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জে নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। ছবি: সারাবাংলা।

কিশোরগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশি জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের নজরুল চত্বরে জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসবময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। শেখ হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যেকোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপস করবে না বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি সদস্য রেজাউল হাসনাত, পাকুন্দিয়ার প্রতিনিধি সদস্য রাজিন সালেহ, মিঠাইমন উপজেলার প্রতিনিধি সদস্য এনামুল হক মুরাদ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স প্রমুখ।

সারাবাংলা/এসআর

কিশোরগঞ্জ নাগরিক কমিটি বিক্ষোভ সমাবেশ ভারতীয় আগ্রাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর