পাহাড় কাটার ঘটনার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদফতর
২০ জানুয়ারি ২০২৫ ১৫:৪০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫
রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদফতর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে সংস্থাটি। একইসঙ্গে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।
ঘটনার তদন্তে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পাহাড় কাটার বিষয়ে তদন্ত করেন অধিদফতরের কর্মকর্তারা।
আরও পড়ুন: মিলেমিশে আ.লীগ নেতার পাহাড় কাটছে বিএনপি নেতা!
পরিবেশ অধিদফতর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়া গিয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট এ ‘মিলেমিশে আ.লীগ নেতার পাহাড় কাটছে বিএনপি নেতা!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদফতর।
সারাবাংলা/এসডব্লিউ