Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরের সাজা থেকে খালাস গিয়াস উদ্দিন মামুন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮

গিয়াস উদ্দিন মামুন

ঢাকা: অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ জানুয়ারি) সাজার বিরুদ্ধে মামুনের আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা হয়।

এর মধ্যে অস্ত্র আইনে ২০০৭ সালের ২৬ মার্চ গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরের ২০০৭ সালের ৩ জুলাই ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।

গত ৬ আগস্ট সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জামিন পান তিনি।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

আদেশের পর সেদিন তার আইনজীবী হেলাল উদ্দিন বলেন, ‘সাড়ে ১৭ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা গিয়াস উদ্দিন আল মামুন এখন সবগুলো মামলায় জামিন পেয়েছেন।’

পরে ওইদিন (৬ আগস্ট) গিয়াস উদ্দিন আল মামুন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

অস্ত্র মামলা গিয়াস উদ্দিন মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর