Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হলো দৈনিক ভোরের কাগজ’র প্রধান কার্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:২১

ঢাকা: দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মালিকপক্ষ একটি নোটিশের মাধ্যমে পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা দেয়।

ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মীও বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে, কয়েক দিন ধরেই ভোরের কাগজের কয়েকজন সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন করছিলেন। রোববার (১৯ জানুয়ারি) সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার (২০ জানুয়ারি) মালিকপক্ষ নোটিশটি জারি করে।

নোটিশে বলা হয়েছে, শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোরের কাগজের কর্মীদের কাছ থেকে জানা গেছে, এই প্রতিষ্ঠানে কারও বেতন বকেয়া নেই।

সারাবাংলা/জেআর/ইআ

বিজ্ঞাপন

রমার ‘পিয়ানো’
২০ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর