সাবেক মন্ত্রী মান্নানের ছেলে টিপু গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:২৮
২০ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:২৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে সাবেক শ্রমমন্ত্রী ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এম এ মান্নানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) রাতে নগরীর ব্যাটারিগলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল লতিফ টিপু নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদে আছেন। তিনি বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন সারাবাংলাকে জানান, গ্রেফতার টিপু কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নগরীর ব্যাটারিগলি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আইসি/ইআ