খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
২০ জানুয়ারি ২০২৫ ১৮:০৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০১
খুলনা: খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক হাওলাদার (৩৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন।
সোমবার (২০ ডিসেম্বর) মহানগরীর সদর থানাধীন পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহা. আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মানিক হাওলাদার পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদ এলাকায় মনছুর হাওলাদারের ছেলে। এছাড়া ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদারকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় মানিকের বুকের মাঝখানে এক জায়গায় ও পেটের বা পাশে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। পথে তার মৃত্যু হয়।
সারাবাংলা/পিটিএম