সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস
২০ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪
ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে পুলিশের বিতর্কিত ভূমিকার পর থেকেই পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হয়। সোমবার (২০ জানুয়ারি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের জন্য আয়রন (১৮-১৩০৬) রঙের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ (১৭-০৫৩৫) এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট (১৩-১০১৬) রংঙের পোশাক নির্বাচন করা হয়েছে।
এ দিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোষাক পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সারজিস আলম লেখেন, ‘স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।’
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভাশেষে তিন বাহিনীর পোষাক পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা পুলিশ, র্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যে-সব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে। এসকল বাহিনীর সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তাদের মনোবল বৃদ্ধি ও দুর্নীতিরোধসহ নানান বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।
সারাবাংলা/জে আর/এনজে