বাবুল কাজীর মৃত্যুতে তারেক রহমানের শোক
স্পেশাল করেসপডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮
২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে তিনি এ শোক জানান।
তারেক রহমান বলেন, ‘বাবুল কাজীর মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন সৎ, সজ্জন ও বিনয়ী মানুষ। স্রষ্টা যেন বাবুল কাজীর শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
সম্প্রতি রাজধানীর বনানীর বাসায় অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৯ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সারাবাংলা/এজেড/এইচআই