Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২০:৫৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:৩৫

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ কমিশন কাজ করবে। সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনসহ চার কমিশন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে গঠিত ১১ সংস্কার কমিশনের মধ্যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থার সংস্কারে এ কমিশন গঠন করা হয়েছিল। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের সংস্কার কমিশন গঠন করা হয়।

সারাবাংলা/এনএল/পিটিএম

১৫ ফেব্রুয়ারি টপ নিউজ নির্বাচন সংস্কার কমিশন মেয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর