খুলনায় চাপাতির আঘাতে যুবকের আঙ্গুল বিচ্ছিন্ন
২০ জানুয়ারি ২০২৫ ২৩:২৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০০:০৩
খুলনা: খুলনায় সন্ত্রাসীর চাপাতির আঘাতে মো. নওফেল (১৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলায় তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আযমখান কমার্স কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত যুবক টিবি ক্রস রোড এলাকার মাহবুবুর রহমান লিটুর ছেলে। ওই যুবক নওফেল সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী নওফেলের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার জন্য সে কলেজের ভেতর প্রবেশ করে। সন্ত্রাসীরা তার পিছু ধাওয়া দেয়। এ সময় তাদের কাছে থাকা চাপতি দিয়ে নওফেলের বাম হাত ও হাটুতে আঘাত করে। তাদের চাপাতির আঘাতে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ঘটনাটি জেনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এইচআই