১৩ বছর পর রঞ্জি ট্রফিতে কোহলি
২১ জানুয়ারি ২০২৫ ১২:১৮
এই রঞ্জি ট্রফি থেকেই তার উত্থান। ক্যারিয়ারের শুরুতে ভারতের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে নিয়মিতই দেখা যেত বিরাট কোহলিকে। তবে জাতীয় দলের ব্যস্ততায় এক যুগেরও বেশি সময় ধরে এই টুর্নামেন্টে মাঠে নামা হয়নি তার। দীর্ঘ ১৩ বছর পর আবার রঞ্জিতে ফিরছেন কোহলি। দিল্লির হয়ে এই মাসেই মাঠে ফেরার কথা রয়েছে কোহলির।
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের মতো সময়টা ভালো কাটছে না কোহলিরও। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে হাসেনি তার ব্যাট। সবশেষ অস্ট্রেলিয়া সফরের শুরুতে একটি সেঞ্চুরি পেলেও বাকি ইনিংসগুলোতে কোহলি ফিরেছেন দৃষ্টিকটুভাবেই। তার মতো ব্যর্থ হয়েছে দলও, সিরিজ হেরে উঠতে পারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
ভারতীয় দলের এমন ব্যর্থতায় বেশ কিছু শক্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এর মাঝে একটি হচ্ছে, জাতীয় দলের ক্রিকেটারদের এখন থেকে নিয়মিতই খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। আর এতেই জাতীয় দলের অন্যদের মতো রঞ্জিতে ফিরছেন কোহলিও।
সবশেষ ২০১২ সালে দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন কোহলি। ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষেই মাঠে নামতে পারতেন তিনি। তবে ঘাড়ের ব্যথা না সারায় সেই ম্যাচে নামতে পারছেন না তিনি। কোহলিকে দেখা যাবে ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে নামলে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেকে গুছিয়ে নিতে খুব অল্প সময়ই পাবেন কোহলি।
দিল্লির হয়ে এখন পর্যন্ত রঞ্জিতে ২৩ ম্যাচে মাঠে নেমেছেন কোহলি। ৫০.৭৭ গড়ে কোহলির রান ১৫৭৪।
সারাবাংলা/এফএম