টিকা না পেয়ে সৌদি গমনেচ্ছুকদের সড়ক অবরোধ
২১ জানুয়ারি ২০২৫ ১৩:০১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:১৩
ঢাকা: মেনিনজাইটিসের টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ সড়ক অবরোধ করেছে সৌদি আরবে গমনেচ্ছুকরা। গতকাল (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে ১০ নির্দেশনা জারি করা হয়েছে। টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সৌদি আরবে গমনেচ্ছুকরা স্কয়ার হাসপাতালে টিকা নিতে গেলে টিকার স্বল্পতা ও দাম বেশি হওয়ায় তারা প্রতিবাদ করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে নানান শ্লোগান দিতে থাকে। এসময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ থাকে। পরে তারা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যায়।
সৌদি গমনেচ্ছুকরা বলছেন, এই টিকা স্কয়ার ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এখানে দাম অনেক বেশি। সব জায়গায় টিকার পাওয়ার দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলসম আজম বলেন, সকাল ১০ টার দিকে প্রবাসী ও ওমরাহ যারা করবে তারা এসেছিল টিকা নিতে। কিন্তু প্রবাসীদের টিকা লাগবে না এবং ওমরাহ যারা করবে তাদের শুধু টিকা লাগবে এটা বুঝিয়ে পুলিশ তাদের প্রবাসী কল্যাণ ভবনে পাঠিয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে পাঠানো নির্দেশনার বিষয়ে বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।
এতে আরো বলা হয়, এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না।
অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দফতর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
এ টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক।
এর আগে চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশেও শনাক্ত হয়। এ অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে ১৩ জানুয়ারি বিশেষ নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। বিমানবন্দরের যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। যদি কারো মধ্যে জ্বর, কফ, হালকা শ্বাসকষ্টের মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে।
দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিজ নিজ অবস্থান থেকে এবং যেসব দেশে এইচএমপিভির আক্রান্ত রোগী রয়েছে সেসব দেশ থেকে যাত্রী আনার ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্লেনের ভেতর যদি কারো মধ্যে জ্বর, কফের মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে।
ফ্লাইটে এইচএমপিভির আক্রান্ত রোগী থাকলে তাদের কীভাবে হ্যান্ডেল করতে হবে সে বিষয়ে এয়ারলাইন্সের ক্রু ও যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাবলি জানার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের জারি করা সাতটি নির্দেশনা মানতে বলা হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো হলো– শীতকালীন শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার, হাঁচি/কাশির সময় বাহু/টিস্যু ব্যবহার, ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ডাশটবিনে ফেলা, অত্যন্ত ২০ সেকেন্ড সময় নিয়ে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তিদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা, জ্বর-কাশি-শ্বাসকষ্ট আক্রান্ত ব্যক্তিরা সুস্থ না হওয়া পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান করা।
সারাবাংলা/ইউজে/এনজে