Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

সারাবাংলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ১২:৩৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:১৩

যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘গ্রিনফিল্ড একাডেমি’। 

পর্তুগাল: পর্তুগালের রাজধানী লিসবনের ওলাইস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘গ্রিনফিল্ড একাডেমি’।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহ’র কোরআন তেলাওয়াত এবং গ্রিনফিল্ড একাডেমির ব্যবস্থাপনা পরিচালক রিফাত বিন আইয়ুবের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম ,প্রবাসী সাংবাদিক তানভীর উল ইসলাম সিদ্দীকী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), ব্যবসায়ী ইকবাল চৌধুরী, মুস্তাফিজুর রাহমান, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজ আল আসাদসহ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পর্তুগালের পাসপোর্ট বা জাতীয়তা আবেদনের সময় পর্তুগিজ ভাষা শিক্ষা সার্টিফিকেট বাধ্যতামূলক। প্রয়োজনের তুলনায় দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান কম থাকায় প্রবাসীদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। পর্তুগাল প্রবাসী রিফাত বিন আইয়ুব, সৈয়দ সামিউল আলমকে এম মাসউদুল হকের মালিকানাধীন পর্তুগীজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্রিনফিল্ড একাডেমি হওয়াতে প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন প্রবাসীরা ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয় যে প্রবাসী শিশু কিশোরদের জন্যে ফ্রিতে ইসলামি শিক্ষার ব্যবস্থাও থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

পর্তুগাল পর্তুগীজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

তাসকিনের ‘দুঃখ’ যেন শেষ হয় না!
২১ জানুয়ারি ২০২৫ ১৫:০১

আরো

সম্পর্কিত খবর