Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ সংগঠনের যৌথ অনুসন্ধান
গোবিন্দগঞ্জে আদিবাসীদের জমি দখলের নিরপেক্ষ তদন্ত ও ফেরত প্রদানের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৫:১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁতালদের জমি দখল ও বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ১৭টি সংগঠনের সংবাদ সম্মেলন

ঢাকা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল আদিবাসীদের জমি দখলে নানা অপতৎপরতার সত্যতা পাওয়া গেছে। ঢাকা, বগুড়া ও গাইবান্ধার ১৭টি ভূমি অধিকার ও মানবাধিকার সংগঠনের সরেজমিন যৌথ পরিদর্শন ও অনুসন্ধানে এর সত্যতা মিলেছে। এ প্রেক্ষিতে সাঁওতাল আদিবাসীদের জমি দখলে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় গত ৩ জানুয়ারি সংঘটিত হামলা ও অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং ইতোপূর্বে দখল করা সব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়াসহ ছয় দফা সুপারিশ করেছে সংগঠনগুলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ১৭টি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন ও অনুসন্ধানে প্রাপ্ত প্রতিবেদন তুলে ধরে জমি দখল ও বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

‘১৭ সংগঠনের একটি প্রতিনিধিদল ভুক্তভোগী, স্থানীয় ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেছে’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় গত ৩ জানুয়ারি সকাল ১০টার দিকে আদিবাসীদের ভোগদখলীয় জমিতে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকেরা মাটি ভরাট করতে শুরু করলে কয়েকজন যুবক এতে বাধা দেন। তখন চেয়ারম্যান ও তার লোকজন নেকোলাস মুর্মুর নামের এক যুবককে মারধর করে। খবর পেয়ে ব্রিটিশ সরেন নামের এক যুবক প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাকেও লাঠি দিয়ে মারধরের হুমকি দেয়। এ সময় ব্রিটিশ সরেনের মা ফিলোমিনা হাঁসদা চেয়ারম্যানের লাঠি ফেরাতে গেলে চেয়ারম্যান তাকে মারধর করে মাটিতে ফেলে দেন। এতে তিনি মারাত্মক আহত হন। বর্তমানে তিনি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার জের ধরে ওইদিনই রাত ১১টার দিকে ব্রিটিশ সরেনের বাড়িতে চেয়ারম্যানের লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মাটির ঘরের ভেতরের আসবাব, কাপড় ও টিনের চাল পুড়ে যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের বাজাবিরাট এলাকায় এক সময় প্রচুর সাঁওতাল সম্প্রদায়ের লোক বসবাস ছিল। বর্তমানে সেখানে মাত্র ৩৪টি সাঁওতাল সম্প্রদায়ের বাড়ী বা পরিবার রয়েছে। সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা সহজ সরল ও নিরীহ প্রকৃতির। এ সুযোগে বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় কিছু বাঙালি নানা অজুহাতে প্রতারণার মাধ্যমে সাঁওতালদের প্রায় ২৫০ একর জমি দখল করে নিয়েছে। এক্ষেত্রে কখনো ভয় ভীতি দেখিয়ে, কখনো তাদের উপর হামলা চালিয়ে, আবার কখনো জাল কাগজপত্রের মাধ্যমে এসব জমি কেড়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থাপিত সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাঁওতাল নারীদের মারধর ও শ্লীলতাহানির ঘটনার বিচারসহ সাঁওতাল বাড়িতে আগুন লাগানোর ফলে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা; অভিযুক্ত রফিকুল ইসলামকে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ অবৈধভাবে দখল করা সম্পত্তি প্রকৃত মালিকদের ফেরত দেওয়া; সাঁওতাল পল্লীতে চেয়ারম্যান কর্তৃক বেআইনিভাবে দখলে রাখা খাস পুকুর উদ্ধার করে সাঁওতাল আদিবাসীদের বিধান অনুযায়ী লিজ দেওয়া; সাঁওতাল আদিবাসীদের কবর স্থান উদ্ধার করে তাদের ফিরিয়া দেওয়া এবং কবর স্থান রক্ষনাবেক্ষণে স্থায়ী দেয়াল নির্মাণ করা; সাঁওতাল আদিবাসীদের প্রতি বিদ্বেষমূলক আচরণের কারণে গাইবান্ধার বর্তমান জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ এর অপসারণ এবং চার ফসলী জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগের সুস্পস্ট ব্যাখ্যা প্রদান ইত্যাদি।

অনুসন্ধান পরিচালনাকারী ১৭টি সংস্থা হচ্ছে- এএলআরডি, ব্লাস্ট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ, নিজেরা করি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বাগদার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি ঐক্য পরিষদ, পিইউপি, রোপ, স্বপ্ন, পেইস্ট, ছিন্নমূল, পল্লী উন্নয়ন অগ্রগতি এবং নিত্য বিকাশ কেন্দ্র ও তরনী।

সংবাদ সম্মেলনে উল্লেখিত সংস্থাগুলোর প্রতিনিধিদের মধ্যে এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি সুব্রত চৌধুরী, ক্যাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, বারসিকের পরিচালক পাভেল পার্থ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/আরএস

১৭টি ভূমি অধিকার ও মানবাধিকার সংগঠনের অনুসন্ধান ও সংবাদ সম্মেলন গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল আদিবাসীদের জমি দখল

বিজ্ঞাপন

পাঁচ দিন পর বাড়িতে ফিরলেন সাইফ
২১ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর