Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মাদরাসা শিক্ষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮

নিহত মাদরাসা শিক্ষক আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০)

নোয়াখালী: জেলার চাটখিলে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।

নিহত আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন,  ‘ছিদ্দিক মাস্টার গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে আধা কেজি করলা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। করলা কেনার পর সন্ধ্যার পরে তিনি আর বাসায় ফেরেননি।’

এদিকে, মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাস্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাত চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নোয়াখালী মাদরাসা শিক্ষক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর