Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া পাচারের সময় বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:১০

১৯ জনকে উদ্ধার করেছে নৌ বাহিনী

কক্সবাজার: জেলার টেকনাফ উপকূলের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার সময় দুই বাংলাদেশি নাগরিকসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌ বাহিনী। এ সময় এক দালালকেও আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নৌ বাহিনীর একটি দলের এ অভিযান চালানোর তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন বলেন, ‘টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পায় নৌ বাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘সেখানে ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই জন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী এবং শিশুসহ ১১ জন পুরুষ।’

আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/এইচআই

নৌ বাহিনী মালয়েশিয়া পাচার রোহিঙ্গা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর