Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

চট্টগ্রাম ব্যুরো: আগুনসহ অন্যান্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ মহড়া অনুষ্ঠিত হয়। বিমানবন্দরের বিভিন্ন সংস্থা এবং নিরাপত্তা সংশ্লিষ্টদের দক্ষতা এবং প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুরে নেপুচুন এয়ারলাইন্সের একটি ডামি বিমানে কৃত্রিম দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে বিমানটি অবতরণের সময় আগুন লেগে যায়। এরপর সিভিল এভিয়েশন, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং হতাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। মহড়ায় ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম, যা প্রকৃত দুর্ঘটনার সময় কার্যকর ভূমিকা পালন করবে।

মহড়ায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কাবির উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এইচআই

অগ্নিনির্বাপণ মহড়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর