লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি
২১ জানুয়ারি ২০২৫ ১৭:১১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
ঢাকা: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সরকারি খরচে এদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
জানা যায়, এ সকল বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ২০টি ফ্লাইটে মোট ১ হাজার ২৯২ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা দেশে পৌঁছানোর পর ফিরে আসা নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং তাদের খোঁজ খবর নেন।
উল্লেখ্য চলমান সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক সব বাংলাদেশির প্রত্যাবাসন ব্যয় বহনের প্রতিশ্রুতি জানিয়েছে সরকার। প্রত্যাবাসনে ইচ্ছুকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সারাবাংলা/জে আর/এনজে