Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসদাচরণের অভিযোগে তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ

স্পেশাল করেসন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪

তথ্য কমিশনার মাসুদা ভাট্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর