Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পতিত ফ্যাসিস্ট ফিরে এসে আবার জাতিকে কালো যুগে ফেরাতে চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে আলোচনা সভা

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার-ফ্রি-ক্রেডিবল-পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব নিয়েছে। একটা নতুন বাংলাদেশ নির্মাণ অভিযাত্রায় এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। সেখানে পতিত ফ্যাসিস্ট আবার ফিরে এসে এই জাতিকে ১৭ বছর আগের কালো যুগে ফিরিয়ে নিতে চায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। এর আগে সকালে খুলনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দৈনিক সংগ্রামের পক্ষ থেকে দুইজনকে মরণোত্তরসহ ২৬ জনকে সম্মাননা দেয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় সূর্য্য সন্তানেরা এবং সকল দেশ প্রেমিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি বার বার সে চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। চারবার পাল্টা ক্যু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকদের নিয়ে এখানে রাজনৈতিক ট্রামকার্ড দেয়ার চেষ্টা করা হয়েছে। এ দাবি, সে দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতে পতিত ফ্যাসিস্ট দিল্লিতে বসে চক্রান্ত ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মাত্র ৫ মাসে একটা নতুন সরকার এতো বড় কঠিন দায়িত্ব, এতোগুলো চ্যালেঞ্জ ফেস করছেন। না সংস্কার করবেন, না রিফার্ম করবেন, না ইলেকশন করবেন, না স্টেক হোল্ডারের সাথে মতবিনিময় করে একটা ন্যাশনাল ইউনিটি গড়ে তুলবেন? কি করবেন তিনি?

যারা এখন অর্ন্তবর্তীকালীন অরাজনৈতিক সরকারে আছেন, কেউ তো জোর করে ক্ষমতা নেননি। ড. প্রফেসর ইউনুসকে ছাত্রজনতা ডেকে নিয়ে এসেছেন। তিনি তো এখনো বলেন, তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করে আমি আমার জায়গায় ফিরে যেতে চাই।

তিনি বলেন, আন্দোলনে আহত অনেকের সাথে আমরা দেখা করেছি। তাদের কথা, চোখের পানি কান্না কোনো জবাব আমরা দিতে পারিনি। এসব কি বৃথা হয়ে যাবে? সে জন্য আমরা আজকের এই মিলন মেলা থেকে সকল রাজনৈতিক শক্তি ও নেতৃবৃন্দকে আহবান জানাবো, ফ্যাসিবাদ দমনে সংগ্রামে আমরা এক সাথে মিলে মিশে রাজপথে থেকেছি। রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। রাজনৈতিক দলের বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা মতামত থাকতে পারে। কিন্তু পতিত স্বৈরাচারকে স্পেস করে দেয়, তাকে আবার রাজনীতি করার সুযোগ করে দেয়, এমন কোনো ইস্যু আমরা তৈরি করবো না।

আলোচনা সভায় প্রধান অতিথি দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান পতন, ঘাত প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরে বলেন, দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে। সংগ্রামের সাথে যারা অতীতে ছিলেন, এখন আছেন এবং আগামী দিনে থাকবেন তাদের সবার জন্য শুভ কামনা জানান তিনি।

দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারি মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী।

সারাবাংলা/এনজে

আলোচনা সভা খুলনা দৈনিক সংগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর